Post Office MIS Scheme: পোস্ট অফিসের এমন একটি স্কিম যার মাধ্যমে প্রতি মাসে ৯০০০ টাকা করে পেতে পারেন। আজকে আমরা জনপ্রিয় পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম (MIS) সম্পর্কে আপনাদেরকে জানাবো। এটি ভারতসরকার দ্বারা চালিত তাই কোনোরকম চিন্তা নেই , সকলেই এই টাকা পেতে পারেন ।
পোস্ট অফিস এম আই এস স্কিম কি? এই স্কিমের সুবিধা গুলি কি কি ? করা এই স্কিম এর জন্য আবেদন করতে পারবেন ? কিভাবে একাউন্ট খুলতে হয় ও কি কি যোগ্যতা লাগবে এই সুবিধা পেতে ? কত টাকা ইনভেস্ট করতে হবে সমস্ত কিছু আজকের এই লেখাটির মধ্য দিয়ে জানতে পারবেন।
Table of Contents
Post office Monthly income Scheme – পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম কি?
পোস্ট অফিসের বিভিন্ন স্কিম গুলির মধ্যে সবথেকে জনপ্রিয় স্কিম হলো পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম বা MIS বা পোস্ট অফিস এম আই এস স্কিম. এই স্কিমের মাধ্যমে প্রতিমাসে ৯০০০ হাজার টাকা করে পাওয়া সম্ভব। যে কেউ এই স্কিমের জন্য অ্যাকাউন্ট খুলতে পারবে, চলুন তাহলে জানা যাক এই স্কিমের কিছু বিস্তারিত তথ্য-
- পোস্ট অফিসের এই স্কিম এর জন্য যে কোনো ভারতবাসী যার বয়স ১০ বছরের উপরে সকলেই এই স্কিম এর জন্য একাউন্ট খুলতে পারবে ।
- যাদের বয়স ১০ বছরের কম তাদের জন্যও একাউন্ট খোলা যাবে তবে তা পিতা মাতার আন্ডারে একাউন্টটি থাকবে।
- জয়েন্ট অ্যাকাউন্ট খোলারও সুবিধা রয়েছে এই স্কিমে। জয়েন্ট একাউন্টে সর্বোচ্চ তিন জনকে যুক্ত করা যাবে।
Scheme Name | Post Office Monthly Income Scheme (MIS) |
Category | Finance |
Intarest Rate | 7.1% |
Single Account | Rs. 9 Lakhs |
Joint Account | Rs. 15 Lakhs |
Minor Account | Rs. 3 Lakhs |
official website | indiapost.gov.in/ post office mis scheme |
সুবিধা : পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম
- এই স্কিমের মাধ্যমে সবচেয়ে বেশি পরিমানে ইন্টারেস্ট রেট পাওয়া যায় , বর্তমানে ৭.১% হরে ইন্টারেস্ট রেট চলছে ।
- পোস্ট অফিস এর এই প্রকল্পটি সরকারি তাই কোনোরকম চিন্তা থাকছে না , কারণ সরকার দ্বারা এই স্কিম পরিচালিত ।
- সর্বনিম্ম মাত্র ১ হাজার টাকা দিয়ে শুরু করা যায় এই স্কিম ।
- একজন ব্যাক্তি সর্বোচ্চ ৯ লক্ষ এবং জয়েন্ট একাউন্ট এ সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা অবধি রাখতে পারবে ।
- যে কোনো ব্যাঙ্কের FD তুলনায় সুদের পরিমান বেশি ।
কত টাকা দিয়ে শুরু করা যাবে পোস্ট অফিস স্কিম ২০২৩ – Post Office MIS Scheme
পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমের জন্য সর্বনিম্ন ১০০০ হাজার টাকা ডিপোজিট দিয়ে শুরু করা যাবে এবং সর্বোচ্চ সিঙ্গেল একাউন্টে ৯,০০০০ লাখ টাকা পর্যন্ত রাখা যাবে।
এর পাশাপাশি জয়েন্ট একাউন্ট এর ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ লাখ টাকা ডিপোজিট রাখা যাবে।
চলুন তাহলে এবার জানা যাক এই স্কিমে ইন্টারেস্ট রেট কত পাওয়া যাবে।
সর্বনিম্ম | ১০০০ টাকা দিয়ে শুরু করা যাবে । |
সিঙ্গেল একাউন্ট সর্বোচ্চ | ৯ লক্ষ টাকা । |
জয়েন্ট একাউন্ট সর্বোচ্চ | ১৫ লক্ষ টাকা |
পোস্ট অফিস স্কিম ইন্টারেস্ট রেট – Post office MIS Intarest Rate
এই স্কিমে বর্তমানে ইন্টারেস্ট রেট হল ৭.১% এই ইন্টারেস্ট রেট ২০২৩ সালে বাজেট রেটে আনা হয়েছে।
ম্যাচুরিটি পিরিয়ড
এই পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম এর ম্যাচের পিরিয়ড হলো পাঁচ বছর। অর্থাৎ পাঁচ বছর পর্যন্ত প্রত্যেক মাসে এই কিমের মাধ্যমে মান্থলি টাকা মিলবে। এই ম্যাচুরিটি পিরিয়ড পাঁচ বছর থেকে কমানো বা বাড়ানো যাবে না।
চলুন এবার তাহলে জানা যাক কিভাবে এই স্কিমের মাধ্যমে প্রতি মাসে ৯০০০ টাকা করে পাওয়া যেতে পারে।
পোস্ট অফিস স্কিমের মাধ্যমে প্রতি মাসে ৯০০০ টাকা কিভাবে পাবেন
- যেমনটা আমরা জানলাম যে একটি ব্যক্তি সর্বোচ্চ নয় লাখ টাকা জমা করতে পারবে এই স্কিমে। এবং ইন্টারেস্ট রেট হলো ৭.১% তাহলে দাঁড়ায় ৫৩২৫ টাকা করে ৫ বছর আপনি পেতে পারেন।
- আর যদি আপনি জয়েন্ট একাউন্ট খোলেন তাহলে সর্বোচ্চ 15 লাখ টাকা জমা করে আপনি প্রত্যেক মাসে ৮৮৭৫ টাকা পাবেন।
- যখন পাঁচ বছর পর এই এই স্কিমটি ম্যাচুরিটি পাবে তখন আপনার আসল টাকা পুরোটাই ফিরে পাবেন।
ডিপোজিট টাকার পরিমান | ইন্টারেস্ট রেট | প্রতিমাসে টাকার পরিমান |
৯ লক্ষ টাকা | ৭.১% | ৫৩২৫ টাকা |
১৫ লক্ষ টাকা | ৭.১% | ৮৮৭৫ টাকা |
পাঁচ বছরের আগে কি তোলা যাবে এই টাকা?
যদি কোনরকম ইমারজেন্সি জন্য পাঁচ বছরে ইস ক্রিমটি ভাঙতে চান তাহলে কিভাবে কি করবেন যাকে বলা হয় প্রি ম্যাচুরিটি ক্লোজার। যদি তিন বছর পর ম্যাচরিটি ক্লোজ করতে চান তাহলে তাহলে ২% চার্জ লাগবে এবং যদি ৩ বছর পর বদ্ধ করতে চান তাহলে ১% চার্জ দিতে হবে।
কিভাবে পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম এর একাউন্ট করবেন?
- এম আই এম স্কিম পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম অ্যাকাউন্ট খুলতে যে কোন পোস্ট অফিসে গিয়ে এই স্কিমের জন্য অ্যাকাউন্ট খুলতে পারবেন।
- শুধুমাত্র পোস্ট অফিসে গিয়েই এ স্কিমের জন্য অ্যাকাউন্ট খুলতে পারবেন অনলাইন মাধ্যমে স্ক্রিনের একাউন্ট খোলা যায় না।
- ইস কিনে এখন খোলার পর যদি আপনার লোকেশন চেঞ্জ করেন তাহলে অ্যাকাউন্টটি ওই লোকেশনে নিয়ে যেতে পারবেন।
প্রয়োজনীয় ডকুমেন্ট
- আঁধার কার্ড ।
- আবেদনকারীর ফটো ।
- প্যান কার্ড ।
- ভোটার আইডি কার্ড ।
- স্টেম ।
- জয়েন্ট একাউন্ট এর জন্য দুই জনের প্রয়োজনীয় ডকুমেন্ট ।
- ১০ বছরের নিচে হলে বাবা-মায়ের প্রয়োজনীয় নথি ।
তাহলে আজকে আমরা জানলাম পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম সম্পর্কে। কারা কারা এই এখন খুলতে পারবেন। সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত টাকা দিয়ে একাউন্ট খোলা যেতে পারে। স্কিমের সর্বোচ্চ কত টাকা অব্দি মান্থলি টাকা পেতে পারেন এবং সর্বোপরি কিভাবে পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমের অ্যাকাউন্ট খুলতে হয় সমস্ত কিছু সম্পর্কে কিন্তু আমরা আজকের এই আর্টিকেলটিতে আপনাদের মাঝে তুলে ধরলাম।আঁধার
যদি কোন রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। Post Office MIS Scheme |